উন্নত বাংলাদেশ গড়তে সালমানকে নৌকায় ভোট দিতে কাজী এরতেজার আহ্বান

446
কাজী এরতেজা

আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী সালমান এফ রহমানের পক্ষে ভোট চেয়েছেন এফবিসিসিআই-এর পরিচালক ও দৈনিক ভোরের পাতা’র সম্পাদক ও প্রকাশক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প বাণিজ্য ও ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ড. কাজী এরতেজা হাসান।

প্রচারণার শেষ দিনে সারাদেশে বাড়ছে নির্বাচনী আমেজের হাওয়া। সালমান এফ রহমানের পক্ষে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে নৌকায় ভোট চেয়েছেন ড. কাজী এরতেজা হাসান।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া বাজার এলাকায় পায়ে হেঁটে লিফলেট বিতরণ করেন কাজী এরতেজা হাসান। এ সময় বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সালমান এফ রহমানের পক্ষে নৌকায় ভোট চান তিনি।

দোহারে নির্বাচনী গণসংযোগের পর দোহারের বাহ্রা-ধোয়াই হয়ে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর, বারুয়াখালী বান্দুরা, কলাকোপা, বক্সনগর, কোমরগঞ্জ, আগলা ও টিকরপুর এলাকায় সালমান এফ রহমানের নির্বাচনী পথসভায় অংশ নেন ড. কাজী এরতেজা হাসান।

পরে বিকেলে নবাবগঞ্জের বাস টার্মিনালসহ নবাবগঞ্জ বাজারে ব্যবসায়ী, পথচারী, গাড়ির যাত্রীদের কাছে নৌকায় ভোট চান। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

অন্য খবর  দ্রুততম সময়ে পদ্মা বাঁধ নির্মাণে জোর তাগিদ সালমান এফ রহমান এমপির

ভোটারদের উদ্দেশ্যে কাজী এরতেজা হাসান বলেন, ‘বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা , চিকিৎসাখাত এখন উন্নত হয়েছে। তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে আগামী ৩০ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করুন।’

আপনার মতামত দিন