ইসলাম ধর্মকে অবমাননা করে ফেসবুকে কমেন্ট করার অভিযোগে সনাতন (হিন্দু) ধর্মাম্বলী এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা এলাকা থেকে ওই কলেজ ছাত্রকে গ্রেপ্তার করা হয় বলে জানান নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মো. শফিকুল ইসলাম সুমন।
গ্রেপ্তার বিকাশ সাহা (২৪) ওই এলাকার ভক্ত সাহার ছেলে ও দোহার-নবাবগঞ্জ কলেজের বিবিএস তৃতীয় বর্ষের ছাত্র।
এসআই শফিকুল জানান, ইসলাম ধর্মকে অবমাননা করে কুৎসা রটনা করে ফেসবুকে কমেন্টের অভিযোগে ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা মোয়াজাদ্দিদ হোসেন খান (৩০) বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত আইন ২০১৩) এর ৫৭ (২) ধারায় ফেসবুক বা ইলেকট্রনিক্স বিন্যাসের মাধ্যমে ধর্মকে অবমাননা করে কুৎসা রটনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অপরাধে মামলা দায়ের করেন।
পরে দুপুরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই কলেজ ছাত্রকে আদালতে পাঠানো হয়।
মামলার বিষয়ে মোয়াজাদ্দিদ হোসেন খান জানান, ফেসবুকে বিকাশের কমেন্ট আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় আমি একজন মুসলমান হিসাবে মামলাটি দায়ের করেছি।