ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

30

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবাবগঞ্জ শাখার উদ্যোগে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৫.০০ ঘটিকায় শাখার ইনভেস্ট ইনচার্জ জনাব জুম্মন হোসেন-এর  সঞ্চালনায় এই ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব সিরাজুল ইসলাম শেখ, (পিপিএম)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব মো: ইব্রাহীম খলিল, পুরানা পল্টন কলেজের প্রিন্সিপাল ড. মোহাম্মদ আলমাস আলী খান, প্রস্তুত বাংলাদেশ লিমিটেড -এর চেয়ারম্যান জনাব মোস্তাক আহমেদ, নবাবগঞ্জ থানা তদন্ত অফিসার আশফাক রাজিব, সোনাহাজরা মুফিজিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান  ও অন্যান্য কয়েকটি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক মূল আলোচনা পেশ করেন নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ আলী। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ শাখার ম্যানেজার জনাব এএইচএম মোঃ  সফিউল্লাহ (এফএভিপি)। এছাড়া অত্র শাখার প্রায় পাঁচশত গ্রাহকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন