ইসলামী ব্যাংক দোহার শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

68

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দোহার শাখার উদ্যোগে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৫.০০ ঘটিকায় শাখার ইনভেস্ট ইনচার্জ ফারুক হোসেনের সঞ্চালনায় ও আব্দুল আলিম সরকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। বাংলাদেশ ইসলামি ব্যাংক লিমিটেড দোহার শাখায় এই ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি বক্তব্য আলমগীর হোসেন বলেন, দোহার ৩২ টি ব্যাংক আছে তার মধ্যে এই ইসলামি ব্যাংক সবার শির্ষে রয়েছে বলে আমি জানি। দোহারে মানুষ বিদেশে থাকে তাদের মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে টাকা উপাজন করে এ দেশে পাঠায়। তাদের জন্যই আজ বাংলাদেশ এখনো এগিয়ে আছে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ,দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, কাউন্সিল ওয়াসিম,ওহাব দোহারী, বশির উদ্দিন,ব্যাংক কর্মকর্তা
এছাড়া অত্র শাখার প্রায় পাঁচশত গ্রাহকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন