ইতিহাসের এই দিনে: ১৩ জুন

465

০৯ জুন : বছরের ১৬৫ তম দিন (অধিবর্ষে)

১৫২৫: প্রোটেস্ট্যান্ট মতবাদের জনক মার্টিন লুথার রোমান ক্যাথলিক গীর্জার পাদ্রী ও নান’দের অবিবাহিত থাকার নিয়মের বিরুদ্ধে গিয়ে ক্যাথরিনা ফন বোরা নামে একজন নান’কে বিয়ে করেন।

১৭৫৭: রবার্ট ক্লাইভের নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান।

১৯০০: চীনে বক্সার বিদ্রোহ শুরু।

১৯৩৪: ইতালীর ভেনিসে এডল্ফ হিটলার ও ইতালিয়ান ডিক্টেটর বেনিটো মুসোলিনি বৈঠক করেন, মুসোলিনি পরবর্তীতে হিটলারকে ‘মুর্খ ক্ষুদে বানর’ বলে অভিহিত করেন।

জন্ম:

১৮৩১: স্কটিশ পদার্থবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্ম।

১৮৫৭: নোবেলজয়ী স্কটিশ চিকিৎসক রোনাল্ড রসে’র জন্ম।

১৯৬৬: বাংলাদেশের প্রখ্যাত দাবাড়ু নিয়াজ মোর্শেদর জন্ম।

১৯৭০: নিউ জিল্যান্ডের কৃকেটার কৃস কেয়ার্নসের জন্ম।

১৯৮০: ফ্রান্সের ফুটবলার ফ্লোরেন্ট মালুদা’র জন্ম।

মৃত্যু:

১০৩৬: ফাতেমী বংশের সপ্তম খলিফা আলী আজ-জহিরের মৃত্যু।

১২৩১: পর্তুগীজ সেন্ট আন্তোনী অব পাদুয়া’র মৃত্যু। উল্লেখ্য নবাবগঞ্জের বক্সনগরের গীর্জাটি তার নামে নামকরন করা হয়েছে।

১৯৪৭: কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু।

১৯৮২: সৌদী আরবের রাজা খালিদ বিন আব্দুল-আজিজ আল সৌদ-এর মৃত্যু। তিনি ১৯৭৫ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সৌদি আরবের রাজা ছিলেন।

আপনার মতামত দিন