ইতিহাসের এই দিনে: ১২ জুলাই

327

ইতিহাসের এই দিনে: ১২ জুলাই

খৃষ্টপূর্ব ১০০: রোমান সম্রাট জুলিয়াস সিজারের জন্ম।

সম্রাট জুলিয়াস সিজার

১০৯৬: পিটার দি হারমিট এর অধীনস্ত একদল ক্রুসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌছায়। তারা এখানে আর একটি দলের সাথে যোগ দিয়ে কন্সটান্টিনোপলের (ইস্তানবুল) দিকে রওনা দেয়।

১৮৫৪: ইস্টম্যান-কোডাকের প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যান আমেরিকায় জন্মগ্রহণ করেন।

১৮৬৫: আফ্রো-আমেরিকান বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কার্ভার জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকার দক্ষিণাঞ্চলের কৃষিতে প্রভূত উন্নত সাধন করেন।

১৯০৪: ১৯৭১ সালের সাহিত্যে নোবেল বিজয়ী চিলির কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা জন্মগ্রহণ করেন।

পাবলো নেরুদা

১৯১২: প্রথম কোন বিদেশী চলচিত্র আমেরিকায় প্রদর্শিত হয়, চলচিত্রটির নাম “Queen Elizabeth”

১৯৪১: মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।

১৯৯০: রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিস ইয়েল্তসিন কম্যুনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন।

১৯৯৩: জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।

১৯৯৮: ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচটি সারা বিশ্বে ১.৭ বিলিয়ন লোক প্রত্যক্ষ করে।

অন্য খবর  ইতিহাসের এই দিনে: ০৩ জুন

২০০০: একটি গাড়ী বোমা হামলায় স্পেনের মাদৃদে নয় জন ব্যক্তি আহত হন। এজন্য বাস্ক বিচ্ছিন্নতাবাদী দল ETAকে দায়ী করা হয়।

আপনার মতামত দিন