ইট ভাটার শিশুদের জন্য শুরু হলো বর্ণমালা স্কুল

527
নবাবগঞ্জের মাঝিরকান্দা ইটভাটার শিশুদের সমাজের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে শুরু হলো বর্ণমালা স্কুলের কার্যক্রম। বর্ণমালা বিদ্যালয়ের অঙ্গীকার, সুবিধাবঞ্চিত

নবাবগঞ্জের মাঝিরকান্দা ইটভাটার শিশুদের সমাজের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে শুরু হলো বর্ণমালা স্কুলের কার্যক্রম। বর্ণমালা বিদ্যালয়ের অঙ্গীকার, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার এই স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার চালনাইতে শুক্রবার বিকাল ৪টায় বর্ণমালা বিদ্যালয়ের শুভ উদ্বোধন হয়। দোহার নবাবগঞ্জের তরুণ প্রজন্মের উদ্যোগে নবাবগঞ্জের চালনাই চকের তিনটি ইটভাটার শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো পৌছিয়ে দিতে ও নিরক্ষতা দূর করতে বর্ণমালা বিদ্যালয়ের স্বাক্ষরতা কার্যক্রম শুরু করে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

নবাবগঞ্জের মাঝিরকান্দা ইটভাটার শিশুদের সমাজের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে শুরু হলো বর্ণমালা স্কুলের কার্যক্রম। বর্ণমালা বিদ্যালয়ের অঙ্গীকার, সুবিধাবঞ্চিত

দোহার-নবাবগঞ্জের তরুণ প্রজন্মের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, এই ধরনের একটি কার্যকমে বাংলাদেশ থেকে নিরক্ষরতা হার দূর হবে। শিক্ষা থেকে কোন শিশু বঞ্চিত হবে না। শিশুদের পড়ালেখার পাশাপাশি তাদের স্বাস্থ্য বিষয়েও সচেতন করতে হবে। এই উদ্যোগ এখানেই সীমাবদ্ধতা রাখলে হবে না। প্রতিটি গ্রামে ছড়িয়ে দিতে হবে। একটি শিশুও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আর তাদের অভিবাবকদের সচেতন করে তুলতে হবে যাতে শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ কোন কাজ না করানো হয়।

তিনি বর্ণমালা বিদ্যালয়ের শিশুদের সান্ধকালীন খাবার দেয়ার কথা জানান। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

অন্য খবর  দোহারের প্রাথমিক শিক্ষক সমিতি ১৪ বছরে ও নির্বাচনের মূখ দেখেনি

বর্ণমালা স্কুলের অন্যতম প্রধান উদ্যোক্তা মোঃ জামান বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো বিস্তার করতেই আজ এই স্কুল। তিনি আশাবাদ ব্যক্ত করেন দোহারে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো বিস্তার করতে দোহার-নবাবগঞ্জের সবাই এগিয়ে আসবে।

নবাবগঞ্জের মাঝিরকান্দা ইটভাটার শিশুদের সমাজের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে শুরু হলো বর্ণমালা স্কুলের কার্যক্রম। বর্ণমালা বিদ্যালয়ের অঙ্গীকার, সুবিধাবঞ্চিত

বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, দোহার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা রাহিম শিলা, কাটাখালি মিছের খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম খান প্রমূখ। সুবিধাবঞ্চিত শিশুদের বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার পটভূমির উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়

আপনার মতামত দিন