ইট বালু ব্যবসায়ীদে দখলে নষ্ট হচ্ছে  মৈনটের সৌন্দর্য

936
মৈনট

ইতি মধ্যেই  হাজার  হাজার পর্যটকের মন কেরে নিচ্ছে মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট। ঢাকার খুব কাছাকাছি হওয়াই প্রতিদিনই হাজার হাজার পর্যটকের সমাগম  ঘটে এই মৈনট ঘাটে।

ভ্রমণ পিয়াসি পর্যাটকে মনে মৈনটের সৌন্দর্য  দখল  করতেছে ঠিক তখনই, ইট বালু ব্যবসায়ীরা সারা মৈনট বীচ জুড়ে ইট বালু ফেলে নষ্ট করছে বীচের সৌন্দর্য। মৈনটের শুশিতল বাতাস পর্যটকদের মন শিতল করার পরিবর্তে দিচ্ছে যন্তনা। কেননা বাতাসে বালু্ উড়ে এসে নষ্ট করছে পর্যটকদের পরিধিত কাপড় চোপড়। বালু চোখে লেগে দিচ্ছে অসহ্য যন্ত্রণা। এমতাবস্থায় অনতিবিলম্বে বীচ থেকে বালু সরিয়ে রাখার দাবী জানিয়েছ  পর্যটক গণ। সেই সাথে প্রশাসকে নজরে আনার দাবী করেছে পর্যাটকরা।  ইট বালু বহনকারী ট্রাক তৈরি করছে যানজট। বালু বহনকারী ট্রাক গুলোতে বালু ঢেকে না নেয়ায়  রাস্তায় তৈরি হচ্ছে বালুর আবরণ। তাতে বৃ্ষ্টি নামলে হচ্ছে কাদা,প্রয় প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা।

আপনার মতামত দিন