ইছামতি নদীতে নিখোঁজ ভারতীয় নাগরিক কুনাল কুন্ডুর লাশ উদ্ধার

294

১ ডিসেম্বর শুক্রবার দুপুরে নবাবগঞ্জের কুলঘেষে যাওয়া নদী ইছামতিতে নিখোঁজ হন ভারতীয় নাগরিক কুনাল কুন্ড। সারাদিন ইছামতি নদীতে তল্লাসীর শুক্রবার সন্ধা ৬টার দিকে কুনাল কুন্ডের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরিরা। কুনাল সাঁতার জানতো না বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার দুপুরে একইসঙ্গে নদীতে গোসল করতে নামেন ভারতীয় নাগরিক কুনাল কুন্ডু (২৪) ও বিশ্বজিৎ সাহা (২৫)। তাদের মামা বাড়ি নবাবগঞ্জ উপজেলার কলাকোপা রাজারামপুরে বেড়াতে এসেছিল তারা।

বিশ্বজিৎ সাহা জানায়, গত ২৬ নভেম্বর ১ মাসের ভ্রমন ভিসায় আমার মা, কুনাল, কুশল ও আমি কলাকোপা রাজারামপুরে বেড়াতে আসি। ওরা দুজন আমার খুব কাছের বন্ধু। কুনাল ও কুশল নিকট আত্মীয়। আজ দুপুর সাড়ে ১ টার দিকে তিন বন্ধু মিলে ইছামতি নদীর পোদ্দার বাজার ঘাটে গোসল করতে নামে। এসময় নদীর পানি জোয়ার শেষে ভাটার টানে নামছিল। গোসলের এক সময়ে কুনাল ভাটির টানে পানিতে ডুবে যায়। আমাদের দু’জনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও কুনালকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহত যুবক কুনাল কুন্ডু ভারতের কলকাতার শিয়ালদহ রেল স্টেশন সংলগ্ন বেলেঘাটা এলাকার বাসুদেব কুন্ডুর ছেলে বলে জানা গেছে।

অন্য খবর  দোহারে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা অনুষ্ঠিত

দুর্ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থলে ছুটে আসেন এবং ডুবুরি দলকে খবর দেন।

আপনার মতামত দিন