দোহারের ইউসুফপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকার দোহার উপজেলার ইউসুফপুর গ্রামে পানিতে ডুবে জান্নাতুল নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল ঐ এলাকার মো.শরিফের একমাত্র কন্যা।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে বাড়ির পাশে খেলা করছিলো জান্নাতুল। বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা জান্নাতুলকে না পেয়ে চারিদিকে খুঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে জান্নাতুলের লাশ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আপনার মতামত দিন
error: Content is protected !!