ইউরোপের যত বৃত্তি আছে বাংলাদেশীদের জন্য

1157
ইউরোপের যত বৃত্তি আছে বাংলাদেশীদের জন্য

শুধু মাত্র IELTS ও রানিং চাকরী দিয়ে আবেদন করতে পারেন ব্যাচেলর (IELTS only) ও মাস্টার্সের বৃত্তি গুলোতে। PHD-এর জন্য ভিন্ন পদ্ধতি। শর্ট কোর্সে IELTS লাগেনা তবে চাকরী বাধ্যতামূলক। তাই লিংকে প্রবেশ করে জেনে নিন কি কি কাগজ লাগাবে, আবেদনের সময় এবং প্রক্রিয়া।

Erasmus Mundus:

ইউরোপের সবচাইতে প্রসিদ্ধ এই বৃত্তির কথা অনেকেই জানি। এটা সকল ই. ইউর দেশ নিয়ে ই. ইউ. কমিশন থেকে বৃত্তি প্রধান করা হয়। এক-এক দেশে এক-এক সেমিস্টার পড়াশোনা করবেন। এবছর যতটুকু জেনেছিলাম ৬০+ বাংলাদেশিরা এই বৃত্তি পেয়েছেন। শুধু মাস্টার্স ও পি. এইচ. ডি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।

https://ec.europa.eu/…/erasmus-mundus-joint-master-degrees_…

The Netherlands:

OKP: শর্ট কোর্সে বেশি পান বাংলাদেশিরা। এক বছরে তিনবার আবেদন করতে পারেন। মাস্টার্স বছরে একবার শুধু সেপ্টেম্বরে আবেদন করতে পারেন। পি. এইচ. ডির জন্য সব সময়ই আবেদন করতে পারেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফান্ডে পড়ার সুযোগ আছে। তার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সকল তথ্য পাবেন। নেদারল্যান্ডস লিস্টের প্রথম দিকে রাখতে পারেন কারণ ইউরোপের মধ্যে সবচাইতে বেশি স্টাফিন দেয় তারা এবং পি. এইচ. ডি. চাকরী হিসেবে গন্য হয়।

https://www.studyinholland.nl/…/…/orange-knowledge-programme

University Excellence Scholarship: https://www.studyinholland.nl/…/scholars…/find-a-scholarship

ফুল-ফ্রী বা টিউশন ফি কম নেয়। ব্যাচেলর বা মাস্টার্সের ছাত্ররা Holland Scholarship-এ এপ্লিকেশন করতে পারেন। যে কোন দুটা বৃত্তিতে একসাথে আবেদন করা যায়।

Finland:

এবছর ২০১৯-এ বাংলাদেশীরা সবচেয়ে বেশি রিফিউজ খেল সেলফ্ ফান্ডের শিক্ষারথীরা। ভালো ভাবে প্রিপারেশন নিয়েন ভাইভা ও এন্ট্রান্স পরীক্ষার জন্য। মনে রাখবেন প্রকৃত ছাত্রদের ভিসা কেউ আটকাতে পারে না।

Finnish Government Scholarship: https://www.studyinfinland.fi/…/bachelors-and-masters-schol…

EDUFI: https://www.oph.fi/en/development/edufi-fellowship…

Sweden:

অনেকেই বিজ্ঞাপন দেয় without IELTS-এ পরিবার সহ সুইডেনে নাগরিকত্ব করিয়ে দেয়। সাথে নিচে দেয়া বৃত্তি গুলো নাকি করিয়ে দেয়। এমন লোভনীয় বিজ্ঞাপনে কান দিছেন তো কিছু টাকা ও সময় নষ্ট করলেন। কোন এজেন্সি কেন কারো সাধ্য নেই যে কাউকে বৃত্তি এনে দিবে। বৃত্তি সকল দেশেই এডমিশন বোর্ড, প্রফেসর ও বৃত্তি মঞ্জুরি কমিশন সেন্ট্রালি জাজমেন্ট করে প্রার্থী বাছাই করে। সুতরাং বৃত্তি পেতে হলে অবশ্যই যোগ্যতার প্রমাণ দিতে হবে।

Swedish Institute Scholarship: https://www.studyinholland.nl/…/scholars…/find-a-scholarship

Swedish Scholarship: https://studyinsweden.se/scholarships/other-scholarships/

Germany:

ব্যাচেলরে আবেদন করতে আমাদের এ-লেভেল থাকা প্রয়োজন। সাধারণ শিক্ষা বোর্ড থেকে এক বছর শেষ কারা পরে আবেদন করতে পারাে। যেহেতু টিউশন ফিসের চিন্তা নেই তাই ব্যাচেলর করা সহজ। মাস্টার্স বা গবেষণা শিক্ষার্থীদের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক গ্রুপ আছে, সেখান থেকে সকল তথ্য পাওয়া যায়।

DAAD: https://www.daad.de/deutschland/stipendium/en/

Switzerland:

এই পাহার পর্বতে, ঝর্ণা নদীতে….. কি ড্রিম দেখা শুরু করে দিলেন? দেখেন যদি ETH Zurich-এ কেউ আসেন তাহলে ড্রিম থেকে বড় কিছু আর কি’বা হয়?

Swiss Governments Excellence Scholarship: https://www.sbfi.admin.ch/…/swiss-government-excellence-sch…

ETH Zurich: https://ethz.ch/…/f…/scholarships/excellencescholarship.html

ভারতীয় ই. ইউ হাব বা আই. টি হাব এটা বলতে পারেন। তাদের সোশাল মিডিয়া প্লাটফর্ম গুলো থেকে তাই বুঝতে পরলাম। পৃথিবীর নামি-দামি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০ থেকে ২০ এর মধ্যে সিরিয়াল থাকে।

অন্য খবর  এসএসসি পরীক্ষার ফল ২৮ জুলাই

Austria:

গত কিছু বছর এমবাসি এপয়েন্টমেন্ট ও ভিসা জটিলতায় আমরা বেজায় সুযোগ, সুবিধা মিস করছি! তবে চেস্টা করতে পারেন। ইউরোপের বেশ শান্তিপ্রিয় ও শিক্ষা ব্যবস্থা বেশ উন্নত। তারা জার্মানদের ফলো করে সবসময়। হয়ত আপনার সাবজেক্ট অস্ট্রিয়াতেই সবচাইতে ভালো কিছু শেখায়।

OeAD: https://studyinaustria.at/…/questions-and-ans…/scholarships/#

Belgium:

Leuven-এর নাম হ্যালেন্ডের বাতাসে শুনি। VUB-এর ও বেশ নাম আছে। তবে তারা পড়াশোনা শেষে চাকরির জন্য আবেদন করতে দেয়না। শুধুই পড়াশোনা করতে চাইলে লিস্টে রাখতে পারেন।

VLRIOUS: https://www.vliruos.be/en/scholarships/6

Government of Flanders Master Mind Scholarships for International Students: http://www.studyinflanders.be/…/s…/master-mind-scholarships/

Denmark:

আই.টি. সেক্টর ভুম করেছে কিন্তু তার জন্য পর্যাপ্ত লোকজন নেই এখানে। Techplomecy নিয়ে একটু Google করবেন! হতে পারে আমাদের টেক-টেলেন্টরা ভালো সুযোগে পেতে পারে।

Danmark Government Scholarship: https://studyindenmark.dk/…/t…/tuition-fees-and-scholarships

UK:

বৃটিশরা তাদের ফিস পেয়িং শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কমানোর গেজেট পাস করেছে এবছর। তাই ব্যাচেলরদের জন্য পড়াশোনা করা কিছুটা সহজ হবে। তবে মাস্টার্স বা গবেষণা শিক্ষার্থীদের জন্য নিচের দুটি বৃত্তিও বেশ প্রসিদ্ধ।

Commonwealth Scholarship: http://cscuk.dfid.gov.uk/apply/masters-scholarships/

British Chevening Scholarship: https://www.chevening.org/schola…/who-can-apply/eligibility/

France:

নিরবে ভিসা রিজেক্ট করে। ?? এক ভাইকে চিনি উনি নেদারল্যান্ডসে ব্যাচেলর শেষে মাস্টার্সএ ফ্রান্সে আছেন বৃত্তি নিয়ে। সুতরাং, বৃত্তি নিয়ে প্রকৃত ছাত্র হিসেবে এমবাসি ফেস করলে ভিসা জটিলতা পরতে হবেনা বলে আমার বিশ্বাস। PHD-এর জন্য কোন সমস্যা হবে বলে মনে করিনা।

Eiffel Scholarship: https://www.campusfrance.org/…/eiffel-scholarship-program-o…

The Emile-Boumty Scholarship for Science: http://cscuk.dfid.gov.uk/apply/masters-scholarships/

Italy:

ইতালি প্রবাসী বাংলাদেশিদের আত্মীয়রা বেশি আবেদন কারেন। গতবছর দেখেছিলাম ইরাসমাস বৃত্তি নিয়েও ভিসা জটিলতায় পরেছে আমাদের শিক্ষার্থীরা। তবে ১৯-এ হয়ত এমন হয়নি।

Italian Government Scholarship: https://studyinitaly.esteri.it/en/call-for-procedure

Hungary:

ব্যাচেলর-ও আবেদন করতে পারো। ফিস পেয়িংরা এখানে টিকেনা বেশিদিন। তাই বৃত্তির বিকল্প নেই।

Stipendium Hungaricum: http://studyinhungary.hu/…/stipendium-hungaricum-scholarshi…

Estonia:

ব্যাচেলর আরামে শেষ করতে হলে ইউরোপের মধ্যে এই দেশটি বেছে নিতে পারো। Tallinn Teach সেরা পছন্দ হবে। আবারও বলবো Without IELTS-এ আবেদন করে সময় ও টাকা নষ্ট করবার কোন বুদ্ধির কাজ হবেনা।

Estonian Scholarships: http://www.studyinestonia.ee/en/scholarships

Portugal:

PHD-এর জন্য সুযোগ আছে। তবে ব্যাচেলর বা মাস্টার্সে তেমন ভিসা পাইনা আমরা। Without IELTS- এপ্লিকেশন করে বেশি। পড়াশোনার রিয়েল ইন্টেনশান না থাকলে যা হয় আরকি।

DGES: http://old.lis.ulusiada.pt/…/bolsasdees…/bolsasdgesdsae.aspx

Czech Republic:

অনেক কম টিউশন ফিসে ভালো পড়াশোনা হয়। তবে স্কলারশিপ অপরচুনিটি নাই বললেই চলে। আবারও বলবো Say no to apply without IELTS. লাইফ সাইন্স বিশ্ববিদ্যালয় সহ অনেক ভালো মানের বিশ্ববিদ্যালয় আছে।

Government Scholarship for Developing Countries: http://www.msmt.cz/…/government-scholarships-developing-cou…

Luxembourg:

টিউশন ফিস নেই। এডমিশন পাওয়া একটু কষ্টের বেপার। যোগ্যতা থাকলে অবশ্যই চেষ্টা করবেন। এবছর Without IELTS-এর আবেদন কারি শিক্ষার্থীরা এডমিশনই পায়নি দেখলাম। সুতরাং দিন দিন সুযোগ সন্ধানি অছাত্ররা বঞ্চিত করছে প্রকৃত শিক্ষার্থীদের সুযোগ গুলো। তাই প্রকৃত যোগ্যতা অর্জনের বিকল্প নেই।

Free of Tuitions: http://luxembourg.public.lu/en/etudier/index.html

Norway:

PHD চাকরি হিসেবে কাউন্ট হয়। মাস্টার্স ফুল ফ্রী টিউশন। No bachelor opportunity for us.

অন্য খবর  জবির শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Free of Tuitions: https://www.studyinnorway.no/…/find-available-scholarships-…

Ireland:

হাই টিউশন ফিস। তবে ভালো কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজ আছে। বৃত্তির সুযোগ তেমন নাই। ব্যাচেলর বা মাস্টার্সে IELTS বাধ্যতামুলক।

Ireland Government Scholarship for Postgraduate: http://research.ie/funding-category/postgraduate/

Spain:

আমার তেমন কোন ধারণা নেই এই দেশটি নিয়ে। তবে লিংকে সব দেয়া আছে। স্পেন বড়ো দেশ হয়তো সুযোগ বেশি।

MACE-AECID: http://www.aecid.es/EN/grants-and-assistantships

Iceland:

Same comment as Spain except size of the country.

University Excellence Scholarship: https://study.iceland.is/study-in-iceland/scholarships

Malta:

নাম মাত্র কিছু প্রতিষ্ঠান আছে যেমন ডোমেইন একাডেমি। এমন কলেজে ট্রাই করছেন তো মরছেন। অতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশীদের ভিসা জটিলতা দেখা দিচ্ছে। তাই নামকরা বিশ্ববিদ্যালয়ে আবেদন ছাড়া বিকল্প নেই। এমনকি বৃটিশ কিছু কলেজ আছে তাদের থেকেও দুরে থাকবেন। ব্যাচেলর বা ডিপ্লোমা করার সুযোগ আছে এদেশ।

University of Malta: https://www.um.edu.mt/journey/feesfunding/scholarships

Poland:

এমবাসি এপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা। তবে কম টিউশন ফিসের বিশ্ববিদ্যালয় হিসেবে পড়াশোনার মান ভালো। কিছু ভাই দেখলাম পড়াশোনা শেষে ভালো আছেন।

All About Poland Scholarship: http://www.studyinpoland.pl/…/education-in-…/46-scholarships

Lithuania:

শুধু ভিসার কথা চিন্তা করে আবেদন করতে চাইলে ভুল করবেন।

Lithuanian State Scholarship Program: https://studyin.lt/scholarships/

Latvia:

No Scholarship: http://www.studyinlatvia.lv

Same comment as Lithuania.

Russia:

ব্যাচেলর রাশিয়ান ভাষায় পড়লে বৃত্তি দেয়। রাশিয়াকে ইউরোপের গেটওয়ে হিসেবে ব্যাবহার করা অসম্ভব। সাথে ইউক্রেনও ওনেক বাংলাদেশিরা আসে।

যাইহোক, নিউক্লিয়ার, রকেট সাইন্স, এরোস্পেস নিয়ে ব্যাচেলর মাস্টার্স করতে চাইলে রাশিয়া ভালো চয়েস।

আমাদের দেশে এবার নয় লাখ HSC পাশ করে বের হয়েছে। তাদের সকলে যেহেতু দেশে উচ্চ শিক্ষার সুযোগ নেই তাই রাশিয়া, তুর্কী, চায়না সহ যে দেশ গুলোতে সহজে পড়াশোনা করা যায় সেখানে যাওয়া উচিত।

Russian Government Scholarship: https://studyinrussia.ru/en/study-in-russia/scholarships/

Turkey:

ব্যাচেলরে স্টাফিন সহ পড়তে চাইলে রাশিয়ার মতো Turkey Burslari. মাস্টার্স বা গবেষণা শিক্ষার্থীরাও সাবজেক্ট অনুযায়ী আবেদন করতে পারেন।

Turkey Burslari: https://turkiyeburslari.gov.tr/…/turkiye-scholarships-2019-…

Any Country in the world:

Prime minister fellowship:

১ থেকে ৩০০ এর মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে এটা ট্রাই করবেন।

https://shed.portal.gov.bd/…/5033ca3e_0634_4ef2_863…/218.pdf (A big file so please wait until downloaded it)

Bangabandhu Science and Technology:

বিজ্ঞান নিয়ে যত সাবজেক্ট আছে তাতে পড়তে চাইলে…,

Fellowship Trust: http://www.bstft.gov.bd

World Bank Scholarship Program:

আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুলোতে কাজ করতে চাইলে তাদের সাথে আগে থেকেই প্রস্তুতি নিন বৃত্তি নিয়ে।

https://www.worldbank.org/en/programs/scholarships#2

International Masters Fellowship (for Public Health):

ডাক্তার শিক্ষার্থীদের জন্য।

https://wellcome.ac.uk/…/…/international-masters-fellowships

OFID Scholarship:

প্রাইভেট ফান্ড। http://www.ofid.org/FOCU…/Beyond-the-scope/Scholarship-Award

Listed Countries in the World:

AGA Khan Scholarship: https://www.akdn.org/…/…/international-scholarship-programme

WMI: http://www.wellsmountainfoundation.org/prospective-scholars/

Online Free Study By Reputed World Ranking University:

EdX: https://www.edx.org/…

University of People: https://www.uopeople.edu

উপরের বৃত্তি গুলো ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু বৃত্তি থাকে যেটা ঐ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পবেন।

Abu Musa

Student Ambassador at Study in Holland

Student at The Hague University of Applied Sciences

আপনার মতামত দিন