মুকসুদপুরে চেয়ারম্যান পদে মো. আ. হালিম বিজয়ী

435
সংবাদ

বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে মুকসুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আ. হালিম বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় হতে মাইকে ফলাফল ঘোষণা করা হয়। মো. আ. হালিম ৪,৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আ. হান্নান খান পেয়েছেন ২,২৪৫ ভোট। অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোটসংখ্যা:

আব্দুল মান্নান                       ৬৪৫ ভোট
এম.এ রহিম                         ২,০১৫ ভোট
নজরুল মোল্লা                      ৮০৮ ভোট
মোহাম্মদ আসলাম হোসেন   ৮৫৮ ভোট
রুহুল আমিন দেওয়ান          ৪১৯ ভোট

মোহাম্মদ হাবিবুর রহমান নির্বাচনের আগে তার প্রার্থীতা প্রত্যাহার করেন।

আপনার মতামত দিন