আড়িয়াল বিল ট্রেনিং ইনস্টিটিউটের সনদ বিতরন

312
আড়িয়াল বিল ট্রেনিং ইনস্টিটিউটের সনদ বিতরন

দোহার উপজেলায় আড়িয়াল বিল ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মৎস্য খামার এবং সবজি বাগান প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সার্টিফিকেট ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে মুকসুদপুর ইউনিয়নের মৌড়া এসআইটিসিবির সম্মেলন কেন্দ্র প্রশিক্ষার্থীদের মাঝে এই সার্টিফিকেট ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলার কৃষি কর্মকর্তা মামুন ইয়াকু জানান, আড়িয়াল বিল ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে সাত দিন ব্যাপি এই ট্রেনিং করানো হয়। এই ট্রেনিং সেন্টারটি একটি এনজিও পরিচালনা করেন। আড়িয়াল বিল ট্রেনিং ইনস্টিটিউট এর মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রানী এই তিনটি বিষয়ের উপর ৪০ জনকে সাটিফিকেট প্রদান করা হয়। কয়েদিন আগে উপজেলার সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি এসে পরির্দশন করে জান।

সাটিফিকেট বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদসহ আরও অনেকে।

আপনার মতামত দিন