সুদীপ্ত হান্নান

সুদীপ্ত হান্নান, ঢাকা জেলার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চর কুশাই গ্রামের সন্তান। কার্তিকপুর স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকায় শিক্ষা জীবন শুরু করেন। তার ধারাবাহিকতায় তীতুমীর কলেজ হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। এবং ২০১৪ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে আহমেদ ছফা ও তার রচনাবলীর উপর পিএইচডি সম্পন্ন করেন। বাংলাদেশে আহমেদ ছফা ও তার রচনাবলীর উপর প্রথম পিএইচডি করেন দোহারের এই কৃতি সন্তান। আহমেদ ছফার রচনাবলী ও তার উপর এখন পর্যন্ত লেখা বইগুলোর একটা তালিকা করেছেন এই শিক্ষা ব্যক্তিত্ব। নিচে সেই লেখাটা নিউজ৩৯ এর পাঠকদের জন্য নিউজ৩৯ এ প্রকাশ করা হলো।

আহমদ ছফা ২০০১ সালের ২৮শে জুলাই না ফেরার দেশে চলে গেছেন। ২০০২ সালের জুলাই মাসে আমি তাঁর জীবন ও সাহিত্য বিষয়ে পিএইচ. ডি করার জন্য সারসংক্ষেপ জমা দেই। নানা বিষয়ে কাজ শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে আমার গবেষণাটি সম্পন্ন হয় এবং ২০১৪ সালের জুন মাসে আমার পিএইচ. ডি ডিগ্রি অর্জিত হয়। বাংলাদেশে আহমদ ছফা বিষয়ে ডক্টরেট ডিগ্রি – ভাবা যায়!! সেটি সম্ভব করতে আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হয়েছে, নির্মোহ ও নিরাবেগ থাকতে হয়েছে।

আহমদ ছফার জীবিতাবস্থায় তাঁর ৮টি উপন্যাস, ২টি গল্পগ্রন্থ, ৬টি কবিতার বই, ১৬টি প্রবন্ধগ্রন্থ এবং ৩টি অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া মারা যাওয়া পূর্বে একটি সাক্ষাতকারগ্রন্থও প্রকাশিত হয়েছে। তিনি অসংখ্য প্রবন্ধ লিখেছেন যা গ্রন্থাকারে প্রকাশ করে যেতে না পারলেও মারা যাওয়ার পর কিছু প্রকাশিত হয়েছে। এখনও নানা লেখা পাওয়া যাচ্ছে এবং গ্রন্থাকারে প্রকাশের প্রচেষ্টা চলছে।

আহমদ ছফার চিঠিপত্র প্রকাশিত হয়েছে, প্রকাশিত হয়েছে তার ডায়েরিও। জীবিতাবস্থায় তাঁর রচনাবলী প্রকাশ করা শুরু করেছিলো সন্দেশ প্রকাশনী। সন্দেশ থেকে ৪ খণ্ড রচনাবলী প্রকাশিত হয়েছে। আহমদ ছফার মৃত্যুর পর খান ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে ৯ খণ্ডের আহমদ ছফা রচনাবলী। হাওলাদার প্রকাশনী আহমদ ছফার প্রবন্ধ সমগ্র, উপন্যাস সমগ্র, গল্প সমগ্র, কবিতা সমগ্র নামে প্রায় সবই প্রকাশ করেছে।

অন্য খবর  পদ্মা কলেজে স্কাউট প্রতিষ্ঠাতা বি পি এর জন্মদিন পালন

আহমদ ছফার উপন্যাস :

১. সূর্য তুমি সাথী

২. ওঙ্কার

৩. অলাতচক্র

৪. একজন আলী কেনানের উত্থান-পতন

৫. মরণ বিলাস

৫. গাভী বিত্তান্ত

৭. অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী

৮. পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

আহমদ ছফার প্রবন্ধগ্রন্থ :

১. জাগ্রত বাংলাদেশ

২. বুদ্ধি বৃত্তির নতুন বিন্যাস

৩. বাংলা ভাষা : রাজনীতির আলোকে

৪. বাংলাদেশের রাজনৈতিক জটিলতা

৫. সিপাহী যুদ্ধের ইতিহাস

৬. বাঙালি মুসলমানের মন

৭. শেখ মুজিবুর রহমান ও অন্যান্য

৮. রাজনীতির কথা

৯. আনুপূর্বিক তসলিমা ও অন্যান্য স্পর্শকাতর প্রসঙ্গ ১০. নিকট ও দূরের প্রসঙ্গ

১১.শতবর্ষের ফেরারী : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১২. সংকটের নানা চেহারা

১৩. যদ্যপী আমার গুরু

১৪. শান্তিচুক্তি ও নির্বাচিত প্রবন্ধ

১৫. বাঙালি জাতি ও বাংলাদেশ রাষ্ট্র

১৬. উপলক্ষের লেখা

আহমদ ছফার গল্পগ্রন্থ :

১. দোলো আমার কনকচাঁপা

২. নিহত নক্ষত্র

আহমদ ছফার কাব্যগ্রন্থ ও গানের সংকলন

১. জল্লাদ সময়

২. দুঃখ দিনের দোহা

৩. একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা

৪. লেনিন ঘুমাবে এবার

৫. গো-হাকিম

৬. অহিতাগ্নি

আহমদ ছফার অনূদিত সাহিত্য :

১. তানিয়া (মূল : পি. লিডভ)

২. ফাউস্ট (মূল : গ্যোতে)

৩. সংশয়ী রচনা (মূল : বার্ট্রান্ড রাসেল)

সাক্ষাতকার গ্রন্থ :

১. আহমদ ছফা বললেন

আহমদ ছফার মৃত্যুর পর প্রকাশিত হয়েছে :

১. আহমদ ছফার ডায়েরি

২. আহমদ ছফার চিঠি

৩. উত্তরখণ্ড (আহমদ ছফা লিখিত ও প্রকাশিত শতাধিক প্রবন্ধ যা পূর্বে গ্রন্থভুক্ত হয় নি)

অন্য খবর  মহাকবি কায়কোবাদের ১৫৮তম জন্মবার্ষিকী আজ

আহমদ ছফা মারা যাওয়ার পর তাকে এবং তাঁর সাহিত্যকর্ম নিয়ে লেখা ও প্রকাশিত বই :

১. ছফা ভাই : আমার দেখা আমার চেনা : মোরশেদ সফিউল হাসান

২. আহমদ ছফার সময় : নাসির আলী মামুন

৩. পূর্ব দেশের মনীষী : নাসির আলী মামুন

৪. আহমদ ছফা অন্দরমহল : শামসুল আরেফিন

৫. আহমদ ছফার দৃষ্টিতে বাংলাদেশের বুদ্ধিজীবী : মোহাম্মদ আমিন

৬. ছফামৃত : নুরুল আনোয়ার (জীবনী)

৭. আহমদ ছফা সঞ্জীবনী : সলিমুল্লাহ খান

৮. আহমদ ছফা : অপরাহ্নের সূর্য, : জান্নাতুল ফেরদৌস আইভি (জীবনী)

৯. আহমদ ছফার উপন্যাস : বাংলাদেশের উদ্ভব এবং বিকাশের ব্যাকরণ (আহমদ ছফার ওপর পিএইচ.ডি গবেষণা অভিসন্দর্ভ) : ড. সুদীপ্ত হাননান

১০. কালের নায়ক : গাজী তানজিয়া

১১. বাংলাদেশের কবিতা ও উপন্যাসের দর্শন এবং আহমদ ছফার সৃষ্টিবিশ্ব : রহমান হাবিব

১২. আহমদ ছফার স্বদেশ, সম্পাদিত গ্রন্থ : সলিমুল্লাহ খান

১৩. আহমদ ছফার কবিতা : জীবনের দাহ ও ঐতিহ্যবোধের সমন্বয় : সুদীপ্ত হাননান

১৪. আহমদ ছফা চর্চা : সুদীপ্ত হাননান (আহমদ ছফার জীবন ও সাহিত্য কর্মের পরিচয়)

মহাত্মা আহমদ ছফার মৃত্যুর পর বেশকিছু ক্রোড়পত্র প্রকাশিত হয়েছিলো :

১. লোক , সম্পা. অনিকেত শামীম, ২০০২

২. পাক্ষিক চিন্তা, সম্পা. ফরিদা আকতার, ২০০২

৩. কিছুধ্বনি, সম্পা. আনওয়ার আহমদ, ১৪০৮ বঙ্গাব্দ

৪. সূনৃত, সম্পা. আহমদ সায়েম, ২০০৩

৫. শৈলী, সম্পা. কায়সুল হক, ১৪০৮ বঙ্গাব্দ

৬. অর্থ, আহমদ ছফা রাষ্ট্রসভা,২০০৯

৭. অর্থ, ঐ, ২০১০

৮. অর্থ, ঐ, ২০১১

এছাড়া দুইটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছিলো, একটি সম্পাদনা করেছিলেন মোরশেদ সফিউল হাসান ও সোহরাব হাসান এবং অন্যটি সম্পাদনা ও প্রকাশ করেছিলেন অধ্যাপক ডা. নুরুল ইসলাম।

আপনার মতামত দিন