আলালপুর-ঘোষাইল রাস্তার কাজ ১ বছরেও সম্পন্ন হয় নি!

797

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের আলালপুর হয়ে ছত্রপুর,করপাড়া,ভাঙ্গাপাড়া,জৈনতপুর, দীর্ঘগ্রাম দিয়ে জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল যাওয়ার একমাত্র রাস্তাটি প্রায় ৯ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। গত বছর নভেম্বর মাসে রাস্তাটির ইটের সংস্করণ থেকে কার্পেটিং এর কাজ শুরু হয়। এক বছর পার হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।

২ কিলোমিটার রাস্তা কার্পেটিং এর টেন্ডার পেলেও তা সঠিকভাবে হচ্ছে না। এর মধ্যে কিছু অংশ আগের মতই রয়ে গেছে। স্থানীয়দের ভাষ্যমতে,গত ২০১৪ সালের ৯ নভেম্বর রাস্তাটির আলালপুর থেকে ২ কিলোমিটার কাজের উদ্বোধন করেন বারুয়াখালী ইউপি সাবেক চেয়ারম্যান  আলহাজ্ব রজ্জব মোল্লা। কিন্তু কাজ শুরুর কিছু দিন পরই আবার কাজ বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে এ অঞ্চলের জনসাধারণের মনে দেখা দিয়েছে ভিন্ন মতামত। কেউ কেউ মনে করছে রাস্তাটি রাজনৈতিক জটিলতার কারনে কার্পেটিং হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানান,”রাস্তাটির কিছু অংশ খোয়া ফেলানো হলেও বাকি অংশ রয়েছে ইটের সম্প্রসারণ। এখন চলাচল করাও কষ্টকর”। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা শত আশ্বাস দিলেও তা বাস্তবে রুপ নেয়নি। যার কারনে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছ এলাকার জনসাধারণ।

অন্য খবর  কৈলাইল থেকে ইয়াবাসহ ২ বিক্রেতা আটক

বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নিশাত ভূইয়া নিউজ৩৯ কে বলেন,” আমাগো কষ্ট কেউ দ্যাহে না। ভোটের সময় মেম্বর চেয়ারম্যানরা খালি কয় এইবার আমি পাশ করলে আপনাগো রাস্তা কইরা দিমু।ভোট গেলেও তাগোও খবর থাহেনা”।

এলাকাবাসী ও পথচারীদের একটাই দাবি কর্তৃপক্ষ যেন দ্রুত রাস্তাটি সংস্কারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।

আপনার মতামত দিন