কুসুমহাটিতে আব্দুল ওয়াহাব দোহারী চেয়ারম্যান নির্বাচিত

339

বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে কুসুমহাটি ইউনিয়নে আব্দুল ওয়াহাব দোহারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৩,১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান পান্নু পেয়েছেন ২,৮৫৫ ভোট।

অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোটসংখ্যা:
মো. জয়নাল আবেদিন      ১,৮৩৩ ভোট
বেগম রহিমা                       ৫৮ ভোট
শেখ রইসউদ্দিন আহমেদ    ১৮৯ ভোট
আব্দুল কাদের মণ্ডল          ১,০১৩ ভোট
মো. মোশারফ হোসেন       ২৮৯ ভোট
মো. আমজাদ হোসেন আজাদ    ১,৬৭৪ ভোট
শ্রী নিখিল সরকার             ৪৬ ভোট

আপনার মতামত দিন