আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩২০

79
আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩২০

সময় যত এগোচ্ছে, ততই আফগানিস্তানের ভূমিকম্পের ভয়াবহতা প্রকট হচ্ছে। শনিবার বেলা ১১টা থেকে রাত পর্যন্ত জোরাল ভূমিকম্পের পর ৭ বার আফটার শকের সাক্ষী হয়েছে পশ্চিম আফগানিস্তান।

যার জেরে বিস্তীর্ণ এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি। পরপর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩২০। গুরুতর আহত হয়েছেন শত শত মানুষ। নিহত ও আহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (০৭ অক্টোবর) শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম আফগানিস্তান। এরপর ৫ বার আফটার শক হয়।

 

আপনার মতামত দিন