আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই হবে: দোহারে ওবায়দুল কাদের

1507

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে মন্তব্য করে বলেছেন, ২০১৯ সালের জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি সার্চ কমিটি মানুক আর না মানুক আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়েই হবে। শেখ হাসিনার অধীনে নয় নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে আজ ২৫ ফেব্রুয়ারি দোহারে সালমান এফ. রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা নির্বাচিত করায় গণসংবর্ধনা সভায় মন্ত্রী একথা বলেন।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, “বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি। রাস্তায় বের হবার মুরোদ নেই আন্দোলনের নামে ভাঙ্গা রেকর্ড বাজায়। আন্দোলন হবে রোজার পরে, ঈদের পরে রোজা যায় ঈদ যায়  বিএনপির আন্দোলনে মরা গাঙ্গে আর জোয়ার আসে না। এসময় সেতুমন্ত্রী কেরাণীগঞ্জ থেকে দোহার হয়ে মাওয়া পর্যন্ত ৭২ কিলোমিটার রাস্তা ৪৫০ কোটি টাকা ব্যয়ে ২ লেনে প্রসস্তকরণের ঘোষনা দেন যা পর্যায়ক্রমে দুই লেন থেকে চারলেনে উন্নীত হবে।  এসময় দোহারবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা ভাগ্যবান আগামী বছর যখন পদ্মাসেতুর কাজ শেষ হবে। পদ্মার চারপাশ এপারে ওপারে হংকয়ের মত সৌন্দর্যময় শহর এখানে গড়ে উঠবে। দৃষ্টিনন্দন একনগরীর শোভা বিরাজ করবে। এ এলাকার মানুষের আর্থসামাজিক চেহারা পাল্টে যাবে”।

অন্য খবর  দোহার নবাবগঞ্জ পাচ্ছে ২ মন্ত্রী!

এসময় বিশেষ অথিথির বক্তব্যে  পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দোহারে পদ্মার ভাঙ্গনে প্রতিবছর হাজার হাজার বসত বাড়ি বিলীন হয়। ভাঙ্গন রোধে ইতোমধ্যে বাঁধ নির্মানের কাজ শুরু হয়েছে। একনেকে আরও প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, দোহার ও নবাবগঞ্জে শিল্পাঞ্চল স্থাপিত হলে এ অঞ্চলে গ্যাস পৌছে দেয়া হবে।

দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরি নওফেল, ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, সাবেক যোগাযোগ মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, ইনস্পেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন খান মো.আব্দুল মান্নান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার,যুবলীগের সভাপতি মু.আলমাস উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ প্রমুখ।

আপনার মতামত দিন