প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘রপ্তানি আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ। আমাদের নীতিমালা শুধু তথ্য প্রযুক্তির জন্য নয়, সকল ক্ষেত্রেই। যারা রপ্তানি করতে চায় সরকার তাদের সহযোগিতা করছে, প্রণোদনা দেওয়া হচ্ছে। সেবার মান উন্নয়নে এখন মানবসম্পদের ওপর বেশি গুরুত্ব দিতে চাই।‘
রোববার বিকেলে রাজধানীতে সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন-বেসিস আয়োজিত ‘বেসিস আমেরিকা ডেস্ক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সালমান এফ রহমান জানান, রপ্তানিতে সরাকারের বাণিজ্যিক নীতিমালা সহযোগিতাপূর্ণ। ২০৩০ সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে প্রযুক্তি সেবা রপ্তানির মাধ্যমে ৫ বিলিয়ন ডলার আয়ের আশা করেন তিনি। প্রযুক্তি বাণিজ্যে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রযুক্তি খাতকে বিশ্বমানে নিয়ে যেতে হাইটেক পার্কগুলো বিশেষ ভূমিকা রাখবে।’