অসহায় মহিলার পাশে দোহার উপজেলা প্রশাসন

229

শরিফ হাসান ও মোঃ আল-আমিন, news39.net:
স্বামী পরিত্যাক্ত অসহায় একজন নারী, নাম আয়েশা বেগম। বয়স ত্রিশ। বাড়ি দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা। স্বামী না থাকায় অসহায় এই নারী করুণ অবস্থায় দিনাতিপাত করছিলেন। দেখার কেউ নেই। মেয়ে এবং অনাগত শিশুর ভরণপোষণে বাবাও অক্ষম।
তবে বিষয়টি জানতে পেরেই তার বাড়িতে তাকে দেখতে ছুটে যান দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ নাঈমের নির্দেশে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। ৯ অগাস্ট, সোমবার বিকেলে আয়েশাকে দেখতে গিয়ে সেখানে কিছুক্ষণ সময় কাটান এসি ল্যান্ড ফজলে রাব্বি। প্রশাসনের পক্ষে থেকে প্রয়োজনীয় নগদ অর্থ সহায়তা দেন।

এসময় এসি ল্যান্ড ফজলে রাব্বি বলেন, আয়েশা বেগম অতিকষ্টে দিনাতিপাত করছিলেন। এছাড়া তিনি গর্ভবতীও। তার অসহায়ত্বের কথা বিবেচনা করে তার বাড়িতে দেখতে যাই। তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে কিছু নগদ সাহায্য দেয়া হয়েছে। সমাজের বিত্তবানদের উচিত আশেপাশের অসহায়ের পাশে দাঁড়ানো।

আপনার মতামত দিন