অবশেষে বর্ষাকে উদ্ধার করেছে স্থানীয় জনগণ

829
অবশেষে বর্ষাকে উদ্ধার করেছে স্থানীয় জনগণ

অবশেষে গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় নিখোঁজের ২০ ঘন্টা পর দোহার উপজেলার ইসলামপুর কোমের পার এলাকা থেকে উদ্ধার করা হয় বর্ষা(১১)কে।উদ্ধারের পর রাত ১০টায় জানাজা শেষে স্থানীয় করবস্থানে দাফন করা হয় বর্ষাকে।
নিখোঁজের পর স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসে ডুবুরীরা অনেক খোঁজাখুঁজির করে নিখোঁজের ৪ ঘণ্টা পর সন্ধায় দমকল বাহিনীর প্রচেষ্টায় ভাই আরাফাত রহমানের লাশ উদ্ধার করলেও নিখোঁজ থাকে বর্ষা।
উল্লেখ্য গত ৭ সেপ্টেমর বুধবার দুপুরে দাদী এবং চাচাতো ভাই বোন্দের সাথে বাড়ীর পাশের নদীতে গোসল করতে নামে বর্ষা। প্রচন্ড স্রোতে দাদীর হাত থেকে ছুটে যায় বর্ষা এবং তার চাচাতো ভাই আরাফাত(১০)।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় আরাফাতের মরদেহ উদ্ধার করে।
বর্ষা দোহার উপজেলার চর মাহমুদপুর ইউনিয়নের আঃ সোবাহানের বড় মেয়ে।

আপনার মতামত দিন