দোহারে অটোরিকশাচালক হত্যা ২ সন্দেহভাজন গ্রেপ্তার

252

দোহার উপজেলার নিকড়া তালতলা এলাকায় গত ৩০শে জানুয়ারি আবদুল আজিজের পরিত্যক্ত ভিটায় গলাকেটে নৃশংসভাবে খুন হওয়া গোকুল চন্দ্র রায়কে (৩৬) হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন দুই খুনি ও ছিনতাইকৃত অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি ও ছিনতাইকৃত মোটরচালিত রিকশা উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার ইউসুফপুর খানবাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার ও অন্য জিনিসপত্র উদ্ধার করা হয় বলে দোহার থানা পুলিশ সূত্রে জানা গেছে। 

মামলার আয়ু দোহার থানা পুলিশের এসআই নুরুল আলম জানান, ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করার মাধ্যমেই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের শনাক্ত করে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এরা হলো রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরসামিলপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে তারেক (২৫) ও হাবাসপুর গ্রামের আরশাদ আলীর ছেলে মনজু (২৩)। অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অপর চারজন হলো ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চরশালীপুর গ্রামের মৃত শেখ ছন্দ মিয়ার ছেলে শেখ সাহেব আলী (৩৪), নগরকান্দার পাউচা মিয়ার ছেলে বাচ্চু (২২), দোহার উপজেলার চরকুশাই গ্রামের মৃত ছকিল উদ্দিনের ছেলে জুয়েল (৩৮) ও লটাখোলা গ্রামের আবদুর রহমান মোল্লার ছেলে সাইদুল ইসলাম (৩০)। গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

অন্য খবর  দোহারে সেবকলীগের কর্মীসভা: আহ্বায়ক অভিজ্ঞ বাশার চোকদার ও যুগ্ম আহ্বায়ক নবাগত সাদ্দাম

দোহার থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হক বলেন, ‘ছিনতাইকৃত অটোরিকশাটি চার ধাপে ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃৃক্তদের গ্রেপ্তার করার পর মূল আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আসামিদের গতকাল আদালতে পাঠানো হয়েছে।’

আপনার মতামত দিন