দোহারে ভাঙন ও বন্যা পরিস্থিতির অবনতি

383

নিউজ৩৯.নেট ♦ প্রতি বছরের মতো টানা বর্ষণ ও পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঢাকার দোহার উপজেলার পদ্মা তীরবর্তী নয়াবাড়ি, মাহমুদপুর, নারিশা ও মুকছেদপুর ইউনিয়নের গ্রামগুলোতে ফের ভাঙন শুরু হয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 

পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি এবং এর বিভিন্ন শাখা-প্রশাখায় গত তিন দিনে ব্যাপকভাবে পানি বেড়ে গেছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর, রাইপাড়া, বিলাশপুর, সুতারপাড়া, নারিশা ও মুকছেদপুরসহ ৮টি ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া জয়পাড়া পৌরসভার জয়পাড়া, দোহার, উত্তর জয়পাড়া, লটাখোলা, নিকড়া, বানাঘাটা, বটিয়াসহ বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলে ব্যাপকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। অত্র অঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে শাকসবজির দাম ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে চরম হুমকির মুখে। 

ওদিকে, গত কয়েকদিনে পদ্মায় তীব্র স্রোত আর জোয়ারের ফলে পদ্মা তীরবর্তী নারিশা ইউনিয়নের মেঘুলা, রানীপুর, মধুরচর, পশ্চিমচর, বেলতলা, বিলাশপুর ইউনিয়নের চরকুতুবপুর, মাহমুদুরপুর ইউনিয়নের মাহমুদপুর, মৈনট এলাকায় ফের ব্যাপক ভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রতি বছরের মতো এ বছর নদীভাঙনে ঘরবাড়ি ও ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে প্রায় ৫০টি পরিবার।

আপনার মতামত দিন