দুই বছরেও সংস্কার নেই মাহমুদপুর সেতুর

179

নিউজ৩৯♦ দুই বছর হয়ে গেলেও দোহার পৌরসভা থেকে মাহমুদপুর ইউনিয়নে যাওয়ার একমাত্র সেতুটি এখনও ভাঙ্গা অবস্থাতেই পড়ে রয়েছে। বরং সেতুটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দুই  বছর আগে সেতুর মাঝের পিলার দেবে গেলে এ অবস্থার সৃষ্টি হয়। এতে বিলাশপুর, মাহমুদপুর ইউনিয়নসহ পৌরসভার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয়রা জানান, সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলার হরিচণ্ডি, বিলাশপুর ও লটাখোলা গ্রামের ১০ হাজারের অধিক জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। তারা রিকশা, ভ্যান, অটো গাড়িতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দুর্ভোগে পড়েছেন ওই এলাকার চরাঞ্চল ও দিনমজুর মানুষও। মাঝে মাঝে ব্রিজের ওপর দুর্ঘটনার শিকার হন তারা।

স্থানীয় সামছু মিয়া অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষ ব্রিজ এলাকায় নোটিশ টাঙিয়ে দায় সেরেছেন। এ বিষয়ে পৌরসভায় একাধিকবার অভিযোগ করেও কাজ হয় নি। একমাত্র সেতুর কারণে মাহমুদপুর ও বিলাশপুর ইউনিয়নে বসবাসকারীদের ৫ কিমি. রাস্তা ঘুরে উপজেলা সদরে যেতে হয়। ফলে পেশাজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীকে প্রায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

এ বিষয়ে দোহার পৌর মেয়র আবদুর রহিম মিয়া বলেন, “গ্রামবাসীর অভিযোগ সঠিক নয়। পৌরসভার যথেষ্ট পরিমাণ অর্থ নেই। তবে শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে।”

আপনার মতামত দিন