এলাকাবাসীর বিক্ষোভের মুখে ফিরে গেলেন শিক্ষক

218

নিউজ৩৯: এলাকাবাসীর বিক্ষোভের মুখে ফিরে গেলেন মুকসুদপুরের মইতপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক ঝর্না রানী মন্ডল। শনিবার সকালে মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্কুলের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর সম্মেলিত প্রতিবাদের মুখে ফিরে হেলেন সদ্য নিয়োগ পাওয়া এই শিক্ষক। 

গত কয়েক মাস আগে দোহারেরই সাত ভিটা সরকারি প্রাইমারী স্কুলের দুর্নীতি নিয়ে তোলপাড় হয়ে যায় দোহারের সংবাদ মাধ্যমগুলোতে। সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ঝর্না রানী মন্ডল। এবং সমস্ত দুর্নীতির অভিযোগের কেন্দ্র বিন্দুতে ছিলেন ঝর্না রানী মন্ডল। সেই সময় তার বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎ, বিদ্যাল্যের টাকা আত্মসাৎ, বিভিন্ন দুর্নীতি ও অনিয়ময়ের অভিযোগ ঊঠে। এবং তার বিরুদ্ধে ফুঁসে ঊঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ এলাকাবাসী। স্কুল থেকে তাকে বহিস্কারের জন্য আন্দোলনও হয়। ফলশ্রুতিতে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে উপজেলা শিক্ষা অফিস। এই সময় পুরো ব্যাপারটার তদারকিতে ছিল জেলা শিক্ষা অফিস। 

এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা রজু করতে নির্দেশ দেয় ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও তাকে দোহারেরই মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়। 

অন্য খবর  একাদশে ভর্তির আবেদন শুরু আজ মধ্যরাতে

এই ব্যাপারে মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য এমদাদুল হক বলেন, আমরা তীলে তীলে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। তাই একজন প্রমানিত দুর্নীতি গ্রস্থ শিক্ষককে আমরা আমদের স্কুলে মেনে নিতে পারি না।   

আপনার মতামত দিন