খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়ঃ নুরুল ইসলাম বাবুল

345

নিউজ৩৯♦  ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইনের আকারবাগ মাঠে মুন্সিনগর প্রগতি সংঘের আয়োজনে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতায় বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেছেন, খেলাধুলা মানসিক বিকাশ ঘটায় ও মানুষকে অপরাধ প্রবণতা থেকে বিরত রাখে। বুধবার বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিনগর প্রগতি সংঘের সভাপতি হাজী নুর মোহাম্মদ। খেলায় আউলিয়াবাদ মাঝিপাড়া ৬-০ গোলে উত্তরা যুব সংঘকে পরাজিত করে। বিজয়ী দলকে ফ্রিজ ও রানার্সআপকে টিভি পুরস্কার দেয়া হয়। 

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী নুরুল ইসলাম বলেন, সমাজের উন্নয়নে খেলোয়াড়রাও অর্থনৈতিকভাবে ভূমিকা রাখতে পারেন। তিনি এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় সংঘের ভবন নির্মাণেও তিনি ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। নুরুল ইসলাম বলেন, আমার স্ত্রীকে ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী করে আমাকে আপনারা ঋণী করেছেন। এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সহযোগিতার পাশাপাশি আমরা আপনাদের যে কোনো ভালো কাজে পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, আমার এলাকার কোনো দরিদ্র ও দুস্থ পরিবারের সন্তানের যাতে অর্থের অভাবে লেখাপড়া বন্ধ না হয়, সে বিষয়ে আমি আপনাদের পাশে আছি, থাকব। এ সময় তিনি চুড়াইন তারিনীবামা উচ্চ বিদ্যালয় ও মুন্সিনগর মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের মাঠ অবকাঠামো উন্নয়নে সহযোগিতারও আশ্বাস দেন।

অন্য খবর  দোহারে মা ইলিশ ধরায় ৪ জেলের কারাদন্ড

বিকাল চারটায় নুরুল ইসলাম চুড়াইন তারিনীবামা স্কুলে পৌঁছলে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনি খেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি মো. সোহরাব উদ্দিন, সংঘের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার ভুঁইয়া, সাইদুর রহমান, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, অরুণ কুমার মণ্ডল, বণিক সমিতি নেতা আবদুল মান্নান, বোরহান উদ্দিন খান, হাবিবুর রহমান, সগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি নেতা জুয়েল আহমেদ, খলিলুর রহমান প্রমুখ।

আপনার মতামত দিন