নবিন সংঘের কমিটিতে নাম নেইঃ উপদেষ্টা-সভাপতির বাড়িতে হামলা

325

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী-চর তুইতাল নবীন সংঘের কমিটিতে পদ না পেয়ে সভাপতি ও উপদেষ্টার বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ক্লাবের উপদেষ্টা আলমাছ আলীর বাড়িতে সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ৪ দিনে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় ক্লাবের সভাপতি ও খেলোয়ারসহ অন্তত ১০ জন আহত হয়। এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ক্লাব সভাপতি আবুল কালাম প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করলেও পুলিশ কাউকে আটক করেনি। 

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী জানায়, মঙ্গলবার বিকালে ক্লাব কমিটির সভাপতি আবুল কালামকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে থানায় মামলা করার সময় উপদেষ্টা আলমাছ আলী উপস্থিত থাকায় প্রতিপক্ষ তার ওপর চড়াও হয়। বুধবার ক্লাব মাঠে প্রীতি ফুটবল ম্যাচ খেলা শুরুর আগে হঠাৎ ৪০-৫০ জন সশস্ত্র লোক মাঠে প্রবেশ করে খেলোয়ারদের মারধর শুরু করে। এতে আবুল, মিজান, হাসান, মেহেদি, রিপন, মোসলেমসহ অন্তত ১০ জন আহত হয়।

আতংকিত হয়ে উপস্থিত দর্শক, কমিটির লোক ও খেলোয়াররা দিগি¦দিক ছুটতে থাকে। বাধা দেয়ার চেষ্টা করলে তারা মঞ্চের চেয়ার-টেবিল ভাংচুর করে। ধারালো অস্ত্র দিয়ে বল কেটে টুকরো-টুকরো করে। গোলবারের জাল ছিঁড়ে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা গভীর রাত পর্যন্ত ওই এলাকায় মোটরসাইকেলে মহড়া দিচ্ছিল বলে এলাকাবাসী জানায়।

অন্য খবর  নবাবগঞ্জের মানুষই জানে না কায়কোবাদ কে?

এদিকে শুক্রবার রাত ১১টার দিকে ৮-৯ জনের দেশীয় অস্ত্রধারী একটি দল ক্লাবের উপদেষ্টা আলমাছের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা টিনের চালায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালা-দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তাদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার সোহেল রানা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত পেলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন