ইতিহাসের এই দিনে: মে ১৭

329

মে ১৭

১৫৪০: শের খান মোগল সম্রাট হুমায়ুনকে কানৌজে পরাজিত করেন।

১৭৯২: একটি গাছের নিচে২৪ জন ব্যবসায়ী নিউ ইয়র্ক স্টক এক্সচেন্জ গঠনের প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেন, সেই যায়গাটি আজ ওয়াল স্টৃট নামে পরিচিত।

১৯৪০: দ্বীতিয় বিশ্বযুদ্ধে জার্মানী বেলজিয়ামের ব্রাসেলস দখল করে।

১৯৫৬: মিসর গণপ্রজাতন্ত্রী চীনকে (কম্যুনিস্ট চীন) স্বীকৃতি দান করে।

১৯৮৪: ইরাক-ইরান যুদ্ধে ইরাককে সমর্থন করায় কুয়েত ও সৌদি আরবের তিনটি তেল ট্যাংকারে হামলা করে ইরান।

আপনার মতামত দিন