জয়পাড়া কালি মন্দিরে চুরি

749

ঢাকার দোহার উপজেলার কেন্দ্রীয় শ্মশান মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপজেলা কেন্দ্রীয় শ্মশান মন্দিরের সভাপতি গৌর কুণ্ডু জানান, বৃহস্পতিবার রাতের কোনো একসময় শ্মশানের ভেতর অবস্থিত কালী মন্দিরের লোহার ফটকের তালা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। তারা মন্দিরের ভেতরে থাকা কাঠের আলমারির তালা ভেঙে পূজার কাজে ব্যবহৃত কাঁসার থালাবাসন নিয়ে যায়। একই সঙ্গে মন্দিরের প্রতিমার সামনে থাকা কাঁসার ঘটিটিও নিয়ে যায়। তবে প্রতিমার কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় দোহার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন ও দোহার থানা পুলিশসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। দোহার থানার এসআই আতিয়ার হোসেন বলেন, “ঘটনার আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, মাদকসেবীরা মাদকের টাকা যোগান দিতে এমন ঘটনা ঘটিয়েছে। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।”

 

আপনার মতামত দিন