জলাতঙ্ক রোগ প্রতিরোধে দোহারে কুকুরকে ভ্যাকসিন

328

জলাতঙ্ক রোগ প্রতিরোধে দোহার উপজেলার কুকুরকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। সিডিসি, সাস্থ্য অধিদপ্তর আওতায় দোহার উপজেলা জলাতঙ্ক নির্মুলে ৫ দিন ব্যাপি কুকুরের টিকাদান। সোমবার থেকে দোহার উপজেলার ও পৌরসভার এই কার্যক্রম শুরু হয়েছে। এই জলাতঙ্ক প্রতিরোধের জন্য প্রতেকটি ইউনিয়নে ২ টি করে টিম থাকবে এবং দোহার পৌরসভা ৫টি টিম গঠন করা হয়েছে যে টিম গুলো সোমবার থেকে শুক্রবার পযর্ন্ত কাজ করবে। এই প্রতিটি টিমে একজন করে ডাঃ ও কিছু সংখ্যাক কর্মী থাকবে যারা ডাঃ সাথে থেকে কুকুর কে ভ্যাকসিন দিবে। এর আগে এই ভ্যাকসিন কি ভাবে কুকুর কে দেওয়া হবে সে বিষয়ে একটি ট্রাডিং দেওয়া হয় সে সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলার নির্বাহীকর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার উপজেলার ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বীথী, দোহার উপজেলার ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ জসিম উদ্দিন, ডাঃ আল আমিন, ডাঃ ওমর ফারুক সহ অন্য অন্য সেচ্ছাসেবী গন।

আপনার মতামত দিন