আওয়ামী লীগের উপ-কমিটিতে নবাবগঞ্জের মরিয়ম জালাল শিমু  

224

ঢাকার নবাবগঞ্জের রাজনীতিবিদ ও নবাবগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। মরিয়ম জালাল শিমু নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.জালাল উদ্দিনের সহধর্মীনি। মরিয়ম জালাল শিমু এর আগেও রাজনৈতিক এ পদে দায়িত্বপালন করেছেন।

ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত মরিয়ম জালাল শিমু রাজনৈতিক জীবনে, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সদস্য, নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, অবিভক্ত ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জনপ্রতিনিধির দায়িত্বও পালন করেছেন। নির্বাচিত হয়েছিলেন নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে। দায়িত্ব পালন করে গেছেন সফল ভাবে।

এছাড়াও কর্মজীবনেও জড়িয়েছেন রাজনীতিতে। মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেছেন। এছাড়া নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার সভাপতি হিসেবে শিক্ষা উন্নয়নে কাজ করছেন। নারীদের উন্নয়নে গড়েছেন হাসনা-হেনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা।

মরিয়ম জালাল শিমু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার আদর্শ। তিনি আমার প্রেরণা। জাতির পিতার আদর্শ বুকে ধারন করি, লালন করি।

অন্য খবর  পদ্মায় বিলীন অরঙ্গাবাদ, চাড়াখালী গ্রামের ঐতিহ্যবাহী স্থান

জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যেতে চাই। তার নির্দেশক্রমে আমাদের দোহার নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমানের সহায়তায় আগামী দিনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাব।

আপনার মতামত দিন