বান্দুরায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ

244

নিউজ ৩৯

বান্দুরায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ বান্দুরায় চেয়ারম্যান প্রার্থী হিল্লালের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এনেছেন,অপর চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন। তিনি তার অভিযোগে বলেন, গত শনিবার রাত ৮টার দিকে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন তার প্রচার অভিযানের অংশ হিসেবে দোহার নবাবগঞ্জ কলেজের শিক্ষক আঃ মালেক, স্থানীয় নিখিল গোমেজ সহ প্রায় ২০/২২ জন কর্মী-সমর্থক নিয়া ভোট চাইতে গেলে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হিল্লাল মিয়ার সমর্থকেরা তাকে বাধা প্রদান করে; অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তিনি নিখিল গোমেজের বাড়ীতে আশ্রয় নেন। কিন্তু হিল্লোলের সমর্থকেরা বাড়ীর বাইরে থেকে তাকে হুমকি-ধামকি দিতে থাকে। পরিস্থিতি শান্ত করতে তিনি নবাবগঞ্জ থানায় যোগাযোগ করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ সময় জনাব হিল্লাল সেখানে এসে পৌঁছেলে তার মোটরবাইকটিতে ON TEST লেখা থাকায় তার মোটরবাইকটি আটক করে। তখন সেখানে হিল্লালসহ তার কর্মী-সমর্থক মৃণাল, রজ্জব,জসিম, রাজিব, উজ্জ্বল, সাহাদাত, অনন্ত হালদার আরও অনেকে উপস্থিত ছিল। বিষয়টি শাহাদাত হোসেন TNO, ASP, OC, Election Officer কে লিখিত অভিযোগ করেছেন বলে জানান। তিনি নিউজ ৩৯ কে জানান, এর আগেও হিল্লালের সমর্থকেরা তাকে হিন্দু ও খ্রিস্টান পল্লীতে ঢুকতে বাধা প্রদান করে। এ ব্যাপারে নিউজ ৩৯ থেকে জনাব হিল্লালের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন কল কেটে দেন।

আপনার মতামত দিন