বাংলাবাজারে আগুন: আহত ২

348

মো: জাকির ♦ ১৮ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টার দিকে বাংলাবাজারে মোহাম্মদ বাদশা মিয়ার হার্ডওয়্যারের দোকানে আগুন লাগে।

মোহাম্মদ বাদশা মিয়ার সাথে কথা বলে জানা যায় বেলা ১১টার দিকে একজন ক্রেতা তার চুলা পরীক্ষা করে নিতে চায়। সে চুলার সাথে গ্যাসের সংযোগ দিয়ে জ্বালাতে গিলে গ্যাস বাইরে বেরিয়ে আসে। সেই গ্যাসে আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে করে তার দোকানে বেশ কিছু প্লাস্টিক পন্য আগুনে বিনষ্ট হয়। গ্যাসের মাধ্যমে আগুন ধরার জন্য বাজার জুড়ে আতঙ্ক ছরিয়ে পড়ে। বাদশা মিয়ার আশে পাশের দোকানগুলো দ্রুত বন্ধ করে ফেলে।

তবে লোকজন দ্রুত সহযোগিতা করার জন্য এগিয়ে আসায় আগুন বেশি বিস্তার লাভ করতে পারে নি। প্রথমে লোকজন গ্যাসের সিলিন্ডারটি দোকান থেকে বের করে ফেলে। এরপর সিলিন্ডারটি বালি দিয়ে চাপা দেওয়া হয়। তারপরও আগুন জ্বলতে থাকে। তারপর সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে আগুন নিমিষেই নিভে যায়। আগুন নেভানোর সময় দুই জন লোক আহত হয়। তবে তাদের আঘাত গুরুতর কিছু নয়।

আপনার মতামত দিন