আবু তাহেরের দুইটি কবিতা

1024

মিষ্টি মুখের হাঁসি

মিষ্টি মুখের মিষ্টি কথা

আরও সৃষ্টি হাঁসি

খুব সহজেই যায় বিলানো

হায়না মোটেই বাসি।

মিষ্টি কথা, মিষ্টি হাঁসি

মধুর আচরন,

এক নিমিষে দেয় ভরিয়ে

সব মানুষের মন।।

লক্ষ টাকার চেয়ে দামি

মুখের মিষ্টি হাঁসি,

ভালবাসার মুক্ত যেন

ছড়ায় রাশি-রাশি।।

 

 

তরুন তোমার জন্য

 

চারা গাছে আজ ফুটল কালি

এনেছি শখ করে,

তরুন তুমি যেওনা কখনও

এ কথাটি ভুলে।।

ফুটবে যখন গোলাপ গাছে

রাখিবে যতন করে,

পাপড়ী যেন ঝরে না কভু

কোন তরুনীর তরে।।

ভবিষ্যৎ তোমার ডাকছে তরুন

উঠিও তোমার নায়ে,

মাঝ পথে গিয়ে হাল ধরিও

ছেড়ে দিও না কোন ভয়ে।।

চতুর্দিকে হতে ডাকবে তোমায়,

দিওনা ডাকে সারা,

পথ দেখিয়ে চললে কখনও

হবে না দিশে-হারা।।

আপনার মতামত দিন