মার্চ 20, 2025

নিউজ ৩৯ ডেস্ক ♦ ঢাকা জিলা শাখা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বানী কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে গত মাসের ১৮ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোহার উপজেল শাখার কমিটি অনুমোদন করেন। পরবর্তীতে শাইনপুকুর হতে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. লুৎফর রহমান রতনকে আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন, শাখাওয়াত হোসেন খান বিদ্যুৎ, মো. ফারুক পত্তনদার, মো. জাকির হোসেন, মো. ইকবাল মাহমুদ, মো. কাজী রুবেল, মো. মশিউর রহমান খান মাখন, মো. ইকবাল হোসেন।

আপনার মতামত দিন
Copyright © News39.net 2011-25 All rights reserved. | ChromeNews by AF themes.
error: Content is protected !!