আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত ও বিনষ্ট করতে চেয়েছিল জাসদ, এমনকি বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশও তৈরি করেছিল দলটি। যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে অতিবিপ্লবী, তাদের হটকারী আখ্যা দিয়ে শতভাগ ভণ্ড বলেও মন্তব্য করেন তিনি।
আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগের এক সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
ছাত্রলীগের দুই দিনব্যাপী কর্মশালা ও বর্ধিত সভার শেষদিন আজ বিকেলে ছাত্রলীগ নেতাদের উদ্দেশে সৈয়দ আশরাফ তুলে ধরেন স্বাধীনতাউত্তর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শবাহী জাসদ ছাত্রলীগের নেতিবাচক ভূমিকা। এ সময় তিনি কড়া সমালোচনা করেন জাসদের রাজনীতির।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছে জাসদ। তাঁর মতে, নব্য স্বাধীন বাংলাদেশে জাসদ ইতিবাচক ভূমিকা রাখলে এতদিনে আরো এগিয়ে যেত বাংলাদেশ। সেই সঙ্গে তিনি জানান, বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল জাসদ।
এ সময় সৈয়দ আশরাফ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের এসব ইতিহাস জানা থাকা প্রয়োজন। সেই সঙ্গে মেধাবী ও যোগ্যতা দিয়ে ছাত্রলীগ পরিচালনা করতে সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান, ছাত্রলীগের সাবেক এই নেতা।
