নির্মল রঞ্জন গুহের পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

121

ঢাকার দোহার উপজেলায় সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের পরিবার থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামে নির্মল রঞ্জন গুহের নিজ বাড়িতে তার পরিবারের পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের সময় সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের স্ত্রী নন্দিনী গুহ আলো উপস্থিত থেকে বলেন, আপনাদের দাদা বাচাঁ থাকতে প্রতিবছর অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করতেন । তার ধারাবাহিকতায় আমরাও তাকে স্মরণ করে এবার কম্বল বিতরণ করেছি। আগামিতেও আমরা এই শীতবস্ত্র বিতরণ অব্যহত রাখবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিকুল তালুকদার, নাসির উদ্দিন খান, স্বেচ্ছাসেবক লীগের নেতা মোহাম্মদ হাসান, মোহাম্মদ মিন্টু চোকদার, দোহার পৌরসভার আহ্বায়ক কমিটির সদস্য শেখ মেহেদী সহ আরো অনেকে।

আপনার মতামত দিন