মো: রাতুল ইসলাম♦ দোহার-নবাবগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক নিকড়া-গালিমপুর সড়কের কাজ চলছে কিছুটা ধীর গতিতে, ফলে যথাসময়ে কাজ শেষ হওয়া নিয়ে জনমনে আশংকা তৈরি হয়েছে। রাস্তাটি ঢাকা-নবাবগঞ্জ ও দোহারের আঞ্চলিক সড়ক এবং এই পথটি অত্যান্ত সংক্ষিপ্ত হওয়ায় যাত্রীদের এই পথে যাতায়াতে রয়েছে অত্যন্ত আগ্রহ। রাস্তাটির মোট দৈর্ঘ্য ২.১২৪ কি.মি। রাস্তাটির সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদার মো: শামীম এবং মো: আলমগীর আমাদের নিজস্ব প্রতিনিধিকে জানান রাস্তাটির জন্য নির্ধারিত সময় ১২০দিন এবং প্রাক্কলিত ব্যায় ১কোটি ৬ লক্ষ টাকা। ঠিকাদারদ্বয় জানান নির্দিষ্ট সময়ের ভিতরেই কাজ শেষ করতে পারবেন এবং তার পরেই জনসাধারণের যাতায়াতের জন্য পথটি খুলে দেয়া হবে। এদিকে এই পথ দিয়ে চলাচলকারী জয়পাড়া পরিবহনের বাস-চালকদের সাথে কথা বলে জানা যায় তারা শিঘ্রই সংস্কার শেষে রাস্তাটি চালু করার আহবান জানিয়েছেন। কেননা, বর্তমানে তাদের মেঘুলা-শিমুলিয়া-গালিমপুর হয়ে ঢাকা যাতায়াত করতে পরিবহন ও সময় ব্যায় বেশি হচ্ছে। এ ব্যাপারে জনসাধারণেরও একইমত।