নবাবগঞ্জে বসত বাড়িতে ডাকাতি

444
Nawabganj Upazila of Dhaka Map, নবাবগঞ্জ উপজেলা
নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল খোঁয়া গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কৈলাইল ইউনিয়নের কাটাখালি গ্রামে একদল ডাকাত এ ঘটনা ঘটায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে ১২/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল কাটাখালি গ্রামের মো. সিদ্দিকের বাড়িতে কেচি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরের লোকজনকে ধারালো ও আগ্নেআস্ত্রের ভয় দেখিয়ে ১ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ টাকা, মোবাইল সেট লুট করে। বিষয়টি আঁচ করতে পেরে এলাকাবাসী এগিয়ে আসার চেষ্টা করলে ডাকাতদল ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। শনিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন