নবাবগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক

208

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৬ বোতল ফেন্সিডিলসহ রাশেদ ভূঁইয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চালনাই চক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে। আটককৃত রাশেদ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চরাইল গ্রামের জামাল ভূইয়ার ছেলে। উপজেলা জয়কৃষ্ণপুর ইউনিয়নের কুঠরী গ্রামের তাদের বাড়ি রয়েছে বলে সে জানায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চালনাই চক এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ১৬ বোতল ফেন্সিডিলসহ রাশেদ ভূইয়াকে পুলিশ ধরতে সমর্থ হয়। বাকিরা পালিয়ে যায়। এ বিষয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে। 

নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আবদুল লতিফ জানান, ১০দিনের রিমান্ড চেয়ে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

আপনার মতামত দিন