নবাবগঞ্জে ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1147

 

 

নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ ফেব্রুয়ারী) তাশুল্লা বাংলা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান করা হয়। নয়নশ্রী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব এতে সভাপতিত্ব করেন। উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান রনি, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. নূরে আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. পলাশ চোধুরী, সাধারণ সম্পাদক দেলোয়ার কবির, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবি ইমু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি।

আপনার মতামত দিন