নবাবগঞ্জের ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার

319

স্টাফ রিপোর্টার : ঢাকার নবাবগঞ্জ উপজেলার পশ্চিম চুড়াইন গ্রাম হতে র‌্যাব১১ এর বিশেষদল অভিযান চালিয়ে ইয়াবাসহ ১জন গ্রেফতার করেছে।

র‌্যাব১১ ও পুলিশ সূত্রে জানা গেছে,গত ৯ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব১১ এর বিশেষদল অভিযান চালিয়ে পশ্চিম চুড়াইন কবরস্থান এলাকা হতে সাব্বির হোসেন(২১)কে ইয়াবাসহ আটক করে। সাব্বিরের শরীরের বিভিন্নস্থান তল্লাসি করে ৮টি ইয়াবা উদ্ধার করে। র‌্যাব১১ আটককৃত সাব্বিরকে নবাবগঞ্জ থানায় সোর্পদ করে মামলা করেন। পুলিশ সাব্বিরকে আদালতে প্রেরণ করেন।

আপনার মতামত দিন