দোহারে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

533

ফারুক আহমেদ সজল ♦
ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামে যুবলীগ নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।  এঘটনায় উভয় পক্ষই থানায় জিডি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই দক্ষিণ জয়পাড়া গ্রামে অরুন কান্তির লীজকৃত জমিতে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস উদ্দিন দখল করে পাকা ভবন নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তরুন কান্তি শিকদার ও অরুন কান্তি শিকদার গত ২০০৭ সালে ২০ শতাংশ জমি লীজ নিয়ে খাজনাদি পরিশোধ করেন। তারা অভিযোগ করেন ভুমি অফিসের কর্মকর্তাদের যোগসাজসে গত ২০০৯ সালে যুগলীগ নেতা আলমাস উদ্দিনের নামে একই জায়গায় থেকে ৮ শতাংশ লীজ দেয়। সরকারী দেয়া লীজকৃত সম্পত্তি ওপর গত ৪ জুলাই আলমাস উদ্দিন পাকা ভবন নির্মাণ করতে গেলে অরুন কান্তি ও তরুন কান্তি বাঁধা সৃষ্টি করে। বাঁধা উপেক্ষা করে পাকা ভবন নির্মাণের কাজ চালিয়ে যায়। লীজসূত্রে উভয় পক্ষ জমির মালিকানা দাবি করে, আইনশৃংখলা বিঘিœত ঘটবে বলে দোহার থানায় পৃথক পৃথক দু’টি সাধারণ ডায়েরী করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে পাকা ভবন নির্মাণ করতে বাঁধা দিলেও কাজ বন্ধ হয়নি।                                                     
এব্যাপারের অরুন কান্তি বলেন, আমার বাপ-দাদার সম্পত্তি ভুলবশত: অর্পিত সম্পত্তি হিসেবে  রেকর্ড হয়েছে। বসতবাড়ি থাকায় সরকার আমাদের নামে লীজ দিয়েছে। যুবলীগ নেতা আলমাস উদ্দিন প্রভাব খাটিয়ে লীজকৃত সম্পত্তিতে পাকা ভবন নির্মাণের চেষ্টা অব্যাহত রেখেছে।
আলমাস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তির একই দাগে অর্পিত সম্পত্তি থাকায় সরকার আমাকে ৮শতাংশ জমি লীজ দিয়েছে। স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টাও চলছে। কোন প্রভাব খাটিয়ে জমি দখল করা হয়নি।

আপনার মতামত দিন