দোহারে নারী পাচারকারী দলের ৩ সদস্য আটক

237

তাইমিয়াঃ ঢাকার দোহার উপজেলায় মুক্তিপণ আদায় করার সময়ে নারী পাচারকারী দলের লাভলু (৩২), মনজু (৩০), আয়নাল (৫১) নামে ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার কার্তিকপুর বাজার এলাকা থেকে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির তাদের আটক  করে দোহার থানায় সোপর্দ করে।

আটককৃতরা লাভলু উপজেলার বাস্তা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে, মনজু হরিচন্ডি গ্রামের মৃত শেখ সাদেকের ছেলে, আয়নাল মাহমুদপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বলে জানা যায়।

অপহত তানিয়ার বাবা ইসলাম চাকলাদার জানান, গত বছরের ৮ ডিসেম্বর সাভার উপজেলার নবীনগরের ভাঙ্গারী ব্যবসায়ী হামিদুল শেখের স্ত্রী তানিয়া আক্তার (২২) কে ৬০ হাজার টাকায় জর্ডানে গৃহকর্মী হিসেবে চাকুরীতে পাঠায়। তানিয়ার বাবার বাড়ির ফরিদপুর জেলার সদরপুর থানার বালুরচর চাকলাদার গ্রামের প্রতিবেশী শেখ কুদ্দুছের এতে সাহায্যে করেন। এতে মধ্যস্থতা করেন ঢাকার দোহার উপজেলার হরিচন্ডি গ্রামের মনজু। সেই মোতাবেক তানিয়াকে তার বাবা ইসলাম চাকলাদারসহ পরিবারের লোকজন বিমানবন্দরে দিয়ে আসেন। গত ১২ জানুয়ারি রোববার ইসলাম চাকলাদারকে তানিয়া ফোন দিয়ে তার উপর নির্যাতন হচ্ছে ২ লাখ টাকা না দিলে তাকে ছাড়া হবে না। ফোনের পরিপেক্ষিতে ঢাকার একটি আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা নামে একটি সংগঠনের সাথে যোগাযোগ করেন তানিয়ার বাবা আসলাম চাকলাদার।

অন্য খবর  আমি যুক্তরাষ্ট্রে নয় রাষ্ট্রপ্রতির সাথে হজ্জে গিয়েছিলাম: সালমান এফ রহমান, এমপি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংস্থাটির সদস্যদের সহায়তায় শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কার্তিকপুর বাজার এলাকায় মুক্তিপনের টাকা নিতে আসে লাভলু, মনজু, আয়নাল। এসময়ে আগে থেকে ওঁত পেতে থাকা চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির তাদের আটক করে। এবিষয়ে শনিবার রাতে তানিয়ার বাবা ইসলাম চাকলাদার অভিযুক্ত লাভলু, মনজু, আয়নালকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৮ (৩০) ধারায় মামলা করেন।
দোহার থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, আটককৃতদের ৩ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন