দোহারে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

595
দোহারে নদী ভাঙন কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে ভাঙ্গন কবলিত ৮ শত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশ এর ব্যাবস্থাপনায়, জাকাত হাউজ কুয়েত এর অর্থায়নে এবং সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ এর তত্বাবধানে ৩৫ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া ২৫টি রিক্সা, ২৫টি ভ্যান গাড়ী ও ৫০ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়। বুধবার দুপুর ২টায় উপজেরলার মুকসদপুর ইউনিয়নের ধীতপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এ.আর খান। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভূইয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দোহার উপজেলার চেয়াম্যান মো. আলমগীর হোসেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রমূখ।

আপনার মতামত দিন