দোহারে উন্নয়ন মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫

659
দোহারে ইন্টারনেট সপ্তাহ- ২০১৫

ঢাকার দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ বুধবার দুপুর ১২ টায় উদ্ধোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সালমা ইসলাম।

অনুষ্ঠানে সভাপত্বি করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভূইয়া। আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দোহার উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রমূখ। এ সময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ইন্টারনেট মেলা দেখতে বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী উপস্থিত হন।

এ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপাড়া পাশা পাশি ইন্টানেটের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যত।

তিনি ভাঙ্গন কবলিত পরিবারদের উদ্দেশ্য করে বলেন, বর্তমান সকরারের আরেকটি সফল প্রকল্প হচ্ছে আশ্রয়ন প্রকল্প, এর মাধ্যমে বাস্তহারা মানুষ মাথা গোজার ঠাই পেয়েছে এবং নতুন করে স্বপ্ন দেখছে। এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন।

আপনার মতামত দিন