ঢাকা-দোহার সড়কে নিন্মমানের কাজ করার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন

848
ঢাকা-দোহার সড়ক

 ঢাকা-দোহার সড়কের শ্রীনগর মূল অংশে বর্ধিত করণে ন্যাশনাল ডেভলাপমেন্ট ইঞ্জিনিয়ারিং (NDE) ঠিকাদারি প্রতিষ্ঠান নিন্মমানের কাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে উপজেলার ভাগ্যকুলের মধ্য কামাগাঁও এলাকায় ওই সড়কটিতে স্থানীয় লোকজন ও ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা-শ্রীনগর-দোহার সড়ক উন্নয়নে কাজ চলছে। রাস্তার পাশে যেখানে সেখানে বালু ফেলে রাখায় ধুলোবালি বাতাসে উড়ে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে সমস্যার সৃষ্টি করছে। এ কারণে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে চলাচলরত শিক্ষার্থীরা শ্বাষকষ্টে ভোগছে।

ঢাকা-দোহার সড়ক

স্থানীয় আ’লীগের সাবেক নেতা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম একুল খান বলেন, সড়কে নিন্মমানের কাজ করার প্রতিবাদে মানববন্ধন করার উদ্যোগ নিয়েছি। রাস্তায় অগোছালভাবে যেখানে সেখানে নির্মাণ উপকরণ ফেলে রাখায় লোকজনের চলাচলে বিঘ্ন ঘটছে। ধুলোবালুর মানুষ শ্বাষকষ্টে ভোগছে। তিনি আরো জানান, রাস্তার কাজে নিয়োজিত ন্যাশনাল ডেভলাপমেন্ট ইঞ্জিনিয়ারিং (NDE) নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে সিডিউল অনুযায়ী কাজ করার লক্ষে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

আপনার মতামত দিন