কোঠাবাড়ীর চকে কৃষি জমিতে অবৈধ ইটভাটা নির্মান বন্ধে বিক্ষোভ সমাবেশ

1362
কোঠাবাড়ীর চকে কৃষি জমিতে অবৈধ ইটভাটা নির্মান বন্ধে বিক্ষোভ সমাবেশ

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের কোঠাবাড়ীর চকে সরকারী নিয়মনীতির  তোয়াক্কা না করে তিন ফসলি জমিতে ইটভাটা নির্মান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। সরকারী বিধান অনুযায়ী ইটভাটা নির্মান করতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের অনুমতি পত্র নিতে হয়। এর প্রতিবাদে গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় শিলাকোঠা ঈদগাহ মাঠে “কৃষি জমি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানকে সামনে নিয়ে কোঠাবাড়ী চক রক্ষা সামাজিক আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী। এসময় আরো বক্তব্য রাখেন আমীর হোসেন কোম্পানী, মুক্তিযোদ্ধা আ. ওহাব মিয়া, মোরাদ বেপারী, রাকিব মাহমুদ, লূৎফর রহমান মোল্লা, মোশারফ বেপারী, ইসরাফিল হোসেন প্রমূখ।

কোঠাবাড়ী চক রক্ষা সামাজিক আন্দোলনের আহ্বায়ক আবু সাইদ মিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন এস,এম বিপ্লব হোসেন ও রবিউল আওয়াল।

আপনার মতামত দিন