ইসরায়েলে হামাসের অভিযান: নিহত ৬, আহত ২০০

85
ইসরায়েলে হামাসের অভিযান: নিহত ৬, আহত ২০০

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা প্রথমবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে কয়েকটি শহরে ইসরায়েলি সৈন্য ও সামরিক যান জব্দ করার ঘোষণা দিয়েছে।

এরই মধ্যে হামাস যোদ্ধাদের হামলায় ছয়জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০০।

ইসরায়েলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদিকে, হামাসের হামলার জবাবে ইসরায়েলও গাজায় আক্রমণ চালানোর কথা জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন।

হামাসের জানিয়েছে, “আমরা দখলদারদের (ইসরায়েল) সমস্ত অপরাধ এখানেই সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছি। তাদের জবাবদিহি না করে তাণ্ডব চালানোর সময় শেষ হয়।”

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের রক্ষা করবে এবং ইতোমধ্যে গাজা উপত্যকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করেছে। হামাসকে তাদের কর্মকাণ্ডের জন্য ভারী মূল্য দিতে হবে।

 

আপনার মতামত দিন