নবাবগঞ্জে এবার বসত ঘর আগুনে পুড়ে ছাই

180
নবাবগঞ্জে এবার বসত ঘর আগুনে পুড়ে ছাই

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের একটি বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে ৩৬ ঘণ্টায় এ উপজেলায় পৃথক তিনটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নয়নশ্রী ইউনয়িনের শান্তিনগর গ্রামের মোশারফ হোসেনের বসত ঘরে আগুন লেগে আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক মোশারফ হোসেন বলেন, ঘরের বিদ্যুতের মেইন সুইচ হঠাৎ জ্বলে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়িতে আগুন লেগে যায়। ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।

ভুক্তভোগী বলেন, দোহার ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই এলাকাবাসীর সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

উল্লেখ্য, গত ৩৬ ঘন্টায় এ উপজেলায় তিনটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বান্দুরা বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি বাস ও ১৫টি দোকান আগুনে পুড়েছে। এর ১২ ঘণ্টা পরে কলাকোপা পোদ্দার বাজারের একটি প্লাষ্টিকের গোডাউনে আগুন লাগে। এর ২৪ ঘন্টা পরে আবার নয়নশ্রীর শান্তিনগরে অগ্নিকান্ডে বসতঘরে পুড়ে ছাই হয়ে যায়।

আপনার মতামত দিন